Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

নতুন নিয়ম, ব্যাটার আউট হবেন কিনা নির্ধারণ করবে দর্শক!

এবার ব্যাটার আউট হবেন কিনা তা নির্ধারণ করবে দর্শকরা। বোর্ডের সঙ্গে সমন্বয় করে নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ।

এই খেলাটি হবে মাত্র দশ ওভারের। তাই এটার নাম রাখা হয়েছে ‘সিক্সটি’। এই খেলাতে থাকবে অনেক অদ্ভুত নিয়ম।

তার মধ্যে একটি হলো – কোনো নির্দিষ্ট সময়ে ব্যাটার আউট হবেন কি না, সেটা নির্ধারণ করে দেবে দর্শক! এখানেই শেষ নয়। তাছাড়াও এমন আরও চার নিয়ম নিয়ে মাঠে গড়াতে চলেছে টুর্নামেন্টটি। নিয়মগুলো হচ্ছে – * ইনিংসপ্রতি ব্যাটিং দলের উইকেট থাকবে ছয়টি। * প্রথম দুই ওভার থাকবে পাওয়ারপ্লে, তবে সেই দুই ওভারে দুই ছক্কা হাঁকালেই ব্যাটিং দল পাবে একটি ফ্লোটিং পাওয়ারপ্লে। * সাধারণত ক্রিকেটে প্রতি ওভার শেষে প্রান্ত বদল করা হয়। দ্য সিক্সটিতে এই নিয়মটাও বদলে ফেলা হচ্ছে। এই টুর্নামেন্টে প্রথম পাঁচ ওভার করা হবে এক প্রান্ত থেকে, অন্য প্রান্ত থেকে শেষ করা হবে পরের পাঁচ ওভার। *স্লো ওভার রেটের জরিমানাতেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যদি কোনো দল ৪৫ মিনিটে শেষ করতে না পারে তবে শেষ ওভারে এক ফিল্ডার কম নিয়ে খেলতে হবে। এটাই হচ্ছে শাস্তি।

সবচেয়ে অভিনব নিয়মটি হচ্ছে – ব্যাটিং চলাকালে ব্যাটার পেতে পারেন ‘মিস্ট্রি ফ্রি হিট’, সেটা নির্ধারণ করে দেবেন দর্শকরা। অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত হবে বিষয়টি। সেটা হলে একটা নির্দিষ্ট বলে আউট হলেও বেঁচে যাবেন ব্যাটার।

সিপিএল কর্তৃপক্ষ, প্রতি তিন মাস অন্তর অন্তর এ অভিনব টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে তারা। আপাতত টুর্নামেন্টের প্রথম আসর মাঠে গড়াবে আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। সবগুলো খেলা হবে সেইন্ট কিটসে। পুরুষ সিপিএলের ছয় দলের সঙ্গে নারী সিপিএলের তিন দলকে নিয়েই হবে সিক্সটির প্রথম আসর। সিক্সটি টুর্নামেন্টের প্রথম আসরে শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির ইউনিভার্স বস ক্রিস গেইল।