Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

নতুন গেইল এভিন লুইস, ১১ ছক্কায় সেঞ্চুরি

কাল ক্যারীবিয় প্রিমিয়ার লিগে ১১ ছক্কায় সেঞ্চুরি করলেন এভিন লুইস। এই এভিন লুইসকে অনেকেই নতুন গেইল ভাবেন। তাকে নতুন গেইল ভাবার কারণ হলো গেইলের মতো মারকাটারি ব্যাটিং। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ৫২ বলে সেঞ্চুরি করেছেন লুইস, যাতে ছিল ১১টি ছক্কা।

প্রথমে ২৯ রানে জীবন ফিরে পেয়ে তিনি যেন আর থামলেন না। মাত্র ৫২ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন লুইস। যার মধ্যে ৫টি বাউন্ডারি ও ১১টি ছক্কা ছিল। এমন দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের সব প্রতিপক্ষকেও যেন হুমকি দিয়ে রাখলেন লুইস।

তার এই মারমুখি ব্যাটিং আগামি বিশ্বকাপ টি-টোয়েন্টিতে উইন্ডিজের সকল প্রতিপক্ষকেও যেন হুমকি দিয়ে রাখলেন লুইস।ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে কলিন মুনরোর ৪৭ আর শেষ দিকে সুনীল নারিনের ১৮ বলে ৩৩ রানে ১৬০ রান লক্ষ্য দেয় ত্রিনবাগো। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের সামনেই টর্নেডো ইনিংস খেলেন লুইস। দুই উইকেট হারিয়ে ১৪.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস।

আগামি বিশ্বকাপে এমন একটা ঝড়ো এভিনকেই চাই উইন্ডিজরা। এবং প্রতিপক্ষকে তা যেন হুমকিই দেই।