Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ বাংলাদেশের

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দল গঠন করা হয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে তেমন ভালো কিছু করতে পারেনি টাইগাররা। মাত্র তিন ওভার ব্যাট করতে পেরেছে টাইগাররা।এতে তেমন ভালো কিছু পাওয়া যায়নি বাংলাদেশি ব্যাটারদের থেকে। ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছান কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।

ওপেনার হিসেবে খেলতে নেমে মুনিম শাহরিয়ার মাত্র ২ রানেই আউট হয়ে ফেরেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন মাত্র ৮ রান। দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও ৯ রানের বেশি করতে পারেননি।

অলরাউন্ডার আফিফ হোসেন তো রানের খাতাই খুলতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিংয়ে আশাবাদী হেড কোচ রাসেল ডমিঙ্গো। এদিকে কোনো বিরতি না দিয়ে একই ভেন্যু উইন্ডসর পার্কে একই সময়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য একাদশে কোনো পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি। পরিত্যাক্ত ম্যাচটির একাদশ নিয়েই নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ  এনামুল হক বিজয় (ওপেনার), মুনিম শাহরিয়ার (ওপেনার), সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) একাদশঃ নিকোলাস পুরান (অধিনায়ক), ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, ডেভন থমাস (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কিমো পল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওডেন স্মিথ ও ওবেদ ম্যাককয়।