Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

টেস্টে বাড়ল পরাজয়ের শঙ্কা, পারলেন না মুশফিক

 ‍বাংলাদেশ শ্রীলঙ্কার ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এখন হারের মুখে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে যথারীতি ব্যাটিং ধ্বসে স্বাগতিকরা টালমাটাল। গতকাল ৪র্থ দিনে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ শুক্রবার ম্যাচের ৫ম দিনের ১ম ঘণ্টা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।

সেই চ্যালেঞ্জকে উতরে দিতে পারলেন না মুশফিকুর রহিম।কাসুন রাজিথার বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন ৩৯ বলে ২৩ রান করা ‘মি. ডিপেন্ডেবল’। দলীয় ৫৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

১৪১ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫০৬ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে গতকাল বৃহস্পতিবার শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ২৩ রানের মধ্যেই শেষ হয়ে যায় ৪ উইকেট। দলীয় ১৫ রানে ওপেনার তামিম ইকবালকে দিয়ে শুরু হয় দিন। প্রথম ইনিংসের মতো তিনি এবারও ডাক মারেন। এরপর একে একে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত (২), মাহমুদুল (১৫) এবং অধিনায়ক মুমিনুল হক (০)। ৪ উইকেটে ৩৪ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ।