সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
ফুটবল বিশ্বের অন্যতম সেরা একটি দল হল ফ্রান্স। ২০১৮ এর বিশ্ব চাম্পিয়ন এই দলটি যেন এবার তেমন ছন্দে নেই। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করেছিল ফ্রান্স। তারা যেন এই আসরে জিততেই ভুলে গেছে। তবে আগামিকাল আতোয়ান গ্রিজম্যান এর জোড়া গোলে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় তারা।
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
ফিনল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে গ্রিজম্যান ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে তিনে উঠে এলেন। আগামিকাল ফিনল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে তার গোল সংখ্যা দাড়ায় ৪১। এর মধ্য দিয়ে তিনি ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকে ছুঁয়ে ফেললেন। ৭২ ম্যাচে ৪১ গোল করেছিলেন ফরাসি কিংবদন্তি। তাঁকে ছুঁতে গ্রিজমানের লাগল ৯৮ ম্যাচ। সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরিকে ধরতে আরও ১০ গোল চাই গ্রিজমানের।
ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে গ্রিজম্যান। ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরোজয়ী প্লাতিনিকে গোলসংখ্যায় ধরতে পেরে আনন্দিত গ্রিজমান, ‘এটা অনেক গর্বের বিষয়। ২০১৪ সাল (ফ্রান্সের হয়ে অভিষেক) থেকেই নিজের সেরাটা নিংড়ে দিচ্ছি। সেটা গোল কিংবা রক্ষণের ক্ষেত্রেও। দলের পারফরম্যান্সে আমি আনন্দিত।