Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

জুভেন্টাসকে হারিয়ে বড় জয় রিয়ালের

রোববার ক্যালিফোর্নিয়ার রোল বোল স্টেডিয়ামে মাঠে নামে স্প্যানিশ ও ইতালীয় ক্লাব জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। দুই দল অত্যান্ত শক্তিশালি হলেও খেলায় যেন রিয়ালের কাছে পাত্তাই পাচ্ছিল না জুভেন্টাস।

ক্রিস্টিয়ানো রোনান্ডোর সাবেক দল জুভেন্টাস রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে যায়।দুই দল শক্তিশালী হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের বদলে খুব সহজে অর্থাৎ পাত্তাই পাচ্ছিল না জুভেন্টাস।

ম্যাচ শুরুর প্রথম থেকেই বল সবময় রিয়ালের দাপটে ছিল।রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা আর মার্কো আসেনসিও।

১৯তম মিনিটে গোল বাঁচাতে ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের ডি-বক্সের বিপজ্জনক জায়গায় ফাউল করেন দানিলো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। ওই একগোলেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৬৪ মিনিটে ভালভার্দের বদলি হিসেবে নামা মার্কো আসেননিও। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার। এরপর বার বার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি রিয়াল।  রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।