জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর চাকরির পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমধান
প্রতিষ্ঠানের নামঃ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
পরীক্ষার তারিখঃ ১৩ জানুয়ারি ২০২৩
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান: ৭০
যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ
ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com
imo- 01710286369
whatsapp-01710286369
বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
বাংলা অংশের সমাধানঃ
১। কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক. বুলবুলিতে ধান খেয়েছেে। উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী
খ. শিল্পীকে ডাকো। উত্তরঃ কর্মকারকে ২য়া বিভক্তি
গ. শরতে ধরাতল শিশিরে ঝলমল। উত্তরঃ অধিকরণে ৭মী
ঘ. পাঠে মন দাও। উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী
ঙ. তিলে তৈল আছে। উত্তরঃ অধিকরণে সপ্তমী
২। এককথায় প্রকাশ করুন:
ক. যা দীপ্তি পাচ্ছে। উত্তরঃ দেদীপ্যমান
খ. যা পূর্বে দেখা যায়নি এমন। উত্তরঃ অদৃষ্টপূর্ব
গ. যা পাওয়া কষ্ট। উত্তরঃ দূর্লভ
ঘ. অন্তিমকাল উপস্থিত যার। উত্তরঃ মুমূর্ষু
ঙ. খাওয়ার জন্য যে খরচ। উত্তরঃ খাই খরচ
৩। সন্ধি বিচ্ছেদ করুন:
ক. গঙ্গা = গম + গা
খ. চলচ্চিত্র = চলৎ + চিত্র
গ. ষষ্ঠ = ষষ্+থ
ঘ. মহেশ = মহা+ঈশ
ঙ. অধোগতি = অধঃ+গতি
৪। শুদ্ধ বানান লিখুন:
ক. কল্যান = কল্যাণ
খ. লজ্জাষ্কর = লজ্জাকর
গ. জৈষ্ঠ = জৈষ্ঠ্য
ঘ. শরিরীক = শারীরিক
ঙ. শমিচিন = সমীচীন
ইংরেজি অংশের সমাধানঃ
৫। Transformation of Sentences:
-
a) I drank much milk (Negative without changing meaning). উত্তরঃ I did not drink a little milk.
-
b) Nobody trust a liar. (Interrogative). উত্তরঃ Does anybody trust a liar?
-
c) No other metal is as useful as iron (Comparative degree). উত্তরঃ Iron is more useful than any other metal.
-
d) The man is kind (Negative without changing meaning). উত্তরঃ The man is not merciless.
৬। Fill in the gaps:
-
a) Come on, shake a …………. We’re running late. (a) hand (b) nose (c) leg (d) foot উত্তরঃ (c) leg
-
b) His father is …………….. L.L.B. উত্তরঃ an
-
c) The woman is partial ………. her daughter. উত্তরঃ to
-
d) I came home after the rain ……………..(a) stopped (b) stop (c) was stop (d) had stopped উত্তরঃ had stopped