Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Bangladesh

সরাসরি সাক্ষাৎকারে ৩৫০০ জন গার্মেন্টস কর্মী নিয়োগ দিবে জর্ডানের প্রতিষ্ঠান GIA Apparels

বােয়েসেল-এর মাধ্যমে জর্ডানের GIA Apparel কোম্পানি এর অধীনে ৩৫০০ জন মহিলা 

পদের নামঃ মেশিন অপারেটর

পদের সংখ্যাঃ ৩৫০০ জন (মহিলা)

মাসিক বেতনঃ ১৭৭ মার্কিন ডলার 

বয়সঃ প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে।

চাকরির শর্তাবলি: 

১. চাকরির চুক্তি ০৩ (তিন) বৎসর। 

২. নিয়ােগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। 

৩. চাকরিতে যােগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকর্তা বহন করবে। ৪. চুক্তি শেষ হবার আগে দেশে ফিরে আসতে চাইলে সেক্ষেত্রে জর্ডানের শ্রম আইন প্রযােজ্য হবে। 

৫. যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনাে মামলা আছে, তারা নিয়ােগের অযােগ্য হবেন। বােয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ: নির্বাচিত কর্মীর সার্ভিস চার্জ কোম্পানি থেকে বহন করা হবে। মেডিক্যাল ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০ (দুইশত বিশ) টাকা খরচ হবে।।

সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবেঃ 

১. রঙিন ছবি, ৪(চার) কপি (পাসপাের্ট সাইজ)। 

২. মূল পাসপাের্ট অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং পাসপাের্টের মেয়াদ নুন্যতম ১ বৎসর থাকতে হবে। 

৩. পাসপাের্টের রঙ্গিন ফটোকপি (৫ কপি)। 

৪. নিজ মােবাইল নম্বর সহ অভিভাবকের দুইটি মােবাইল নম্বর মােট তিনটি মােবাইল নম্বর কাগজে লিখে আনতে হবে। 

৫. অভিজ্ঞতার সনদ ও আইডি কার্ড। 

৬. কলম ও সাদা কাগজ।

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২, ঢাকা অক্টোবর ও নভেম্বর মাসের প্রতি শুক্রবার সকাল ০৮:০০ ঘটিকার সময় সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হলাে। এ সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য ০২৯৩৩৬৫০৮, ০২৪৮৩১৯১৫ ও ০২৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যােগাযােগ করা যেতে পারে ।

 বােয়েসেল কোন নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোন নগদ অর্থ প্রদান করবেন না।

বিস্তারিত নিচেঃ