Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

গত ম্যাচের ‘আগ্রাসী উদযাপনের’ শাস্তি পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যান মিচেল মার্শকে আউটের পর চোখ রাঙানি দেয়ায় আনুষ্ঠানিকভাবে শরিফুল ইসলামকে শাস্তি দেওয়া হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে। ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে শরিফুলকে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ঘটেছে ঘটনাটা। শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মার্শ। বলটা ফিল্ডার মোহাম্মদ নাঈমের হাতে জমা হওয়ার পর মার্শের কাছে গিয়ে চিৎকার করে উদযাপন করেন শরিফুল।

ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে নিজের আচরণবিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নেওয়ায় পরে তাঁর শুনানির দরকার পড়েনি। এই প্রথম শরিফুলের নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। এটি আগামী ২৪ মাস থাকবে।