Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

ক্রিকেট বিশ্বে ভারতের প্রভাব স্বীকার করলেন, আফ্রিদি

এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি স্বীকার করে নিয়েছেন যে, বিশ্ব ক্রিকেটে ভারতের অনেক প্রভাব। ভারতের প্রভাব এর কারণও নির্ণয় করেছেন তিনি।

তিনি বলেন দেশটিতে ক্রিকেটের বড় বাজার রয়েছে। বহুলোক ক্রিকেটসংশ্লিষ্ট পেশায় জড়িত। এ কারণেই ভারত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার স্থানীয় গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ভারত আড়াই মাসব্যাপী আইপিএল চালানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হবে। আফ্রিদি বলেন, ভারতে বিস্তৃত ক্রিকেট বাজার ও অর্থনীতির কারণেই এমনটি করতে পেরেছে।