Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

কোপা আমেরিকায় আবারো চ্যাম্পিয়ন ব্রাজিল

কোপা আমেরিকার আবারো চ্যাম্পিয়ন হলো বিশ্বকাপ জয়ী ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আবারো শিরোপা ঘরে তোলে চ্যাম্পিয়ন ব্রাজিল। এ জয়ের সঙ্গে সবচেয়ে বেশি কোপা জেতার রেকর্ডটাও আরো বেশি শক্তিশালী করলো ব্রাজিল মেয়ে দল।

অবশ্য নারীদের কোপা আমেরিকা মানেই ব্রাজিলের দুর্দান্ত সব রেকর্ড। এ পর্যন্ত ৮ আসরের সাতটিতেই জিতেছে শিরোপা। চমৎকার বিষয়টি হলো এ পর্যন্ত যত কোপা আমেরিকা হয়েছে, তার সবকটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিলের নারীরা।

দাপট দেখিয়ে গ্রুপপর্ব পার করা কলম্বিয়াকে অবশ্য হেসেখেলে হারাতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পটকিকে গোল করেন দেবিনহা।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।