কারিগরি শিক্ষা অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেড-২০ এর দুই ক্যাটাগরির ৩১২টি শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের নিমিত্ত ২৭/০৮/২০২১ খ্রিঃ তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত সূচি মােতাবেক অত্র অধিদপ্তরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে
পদের নাম:
১। অফিস সহায়ক
২। অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী
বিস্তারিত নিচেঃ

১. মৌখিক পরীক্ষার জন্য মনােনীত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা এ উপস্থিত থেকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলাে।
২. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে উত্তীর্ণ প্রার্থীকে নিম্নলিখিত সনদের মূলকপি সঙ্গে আনতে হবে এবং সকল কাগজ পত্রের একসেট (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) জমা দিতে হবেঃ
(ক) Online আবেদন পত্রের রঙিন প্রিন্ট কপি (মূলকপি);
(খ) খআবেদন সংশ্লিষ্ট মূল একাডেমিক সনদসমূহ;
(গ) কোটা সম্পর্কিত মূল সনদ (প্রতিবন্ধী, এতিম, মুক্তিযােদ্ধার সন্তাননাতি-নাতনী, ক্ষুদ্র নৃগােষ্ঠি এবং অনিসার-ভিভিপি ইত্যাদি); এবং
(ঘ)নাগরিকত্ব সনদ/জন্ম সনদ/এনআইডি কার্ড।
৪. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
স্বাক্ষরিত
( ড, মোহাঃ আব্দুস ছালাম)
যুগ্মসচিব .
পরিচালক (ভােকেশনাল)
স্মারক নং-৫৭.০৩.০০০০.০৪৫.১১.৬২৮.২০, অংশ-২,৪৭১
তারিখ : ২৭/০৮/২০২১ খ্রিঃ
অনুলিপি সদয় অবগতি ও প্রয়ােজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ভিত্তিতে নহে):
সচিবের একান্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (সচিব মহােদয়ের সদয় অবগতির জন্য। সিস্টেম এনালিস্ট, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (প্রকাশিত ফলাফল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশের অনুরােধসহ। ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইসিটি সেল, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা প্রকাশিত ফলাফল কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরােধসহ)। মহাপরিচালকের একান্ত সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢকি (মহাপরিচালক মহােদয়ের সদয় অবগতির জন্য)।